Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সাম্প্রতিক অর্জনসমূহ
  • সুন্দরবন ব্যবস্থাপনার নিয়মিত কার্যক্রমসমূহ যেমন টহল ফাঁড়ি কেন্দ্রিক টহল প্রদান, মৎস্য আহরণ,  গোলপাতা, মধু সংগ্রহ কার্যক্রম চলমান রয়েছে।
  • সুন্দরবনের ৪টি রেঞ্জের প্রত্যেকটিতে জানুয়ারি, ২০১৮ থেকে স্মার্ট প্যাট্রলিং কার্যক্রম শুরু করা হয়েছে। সাইবার ট্র্যাকর ও অত্যাধুনিক সাজ-সরঞ্জাম এবং অস্ত্রসজ্জিত ৮ সদস্যবিশিষ্ট মোট ৮টি স্মার্ট টহল দল গঠন করা হয়েছে। টহল কার্যক্রম সুষ্ঠুভাবে বাস্তবায়নের জন্য প্রত্যেকটি টহলদলের জন্য ১টি করে লঞ্চ, স্পিডবোট ও ফাইবার বোট এবং এগুলো পরিচালনার জন্য প্রয়োজনীয় ক্রু প্রদান করা হয়েছে। সাইবার ট্র্যাকারের মাধ্যমে সকল টহলের ট্র্যাকলাইন, ওয়েপয়েন্ট ইত্যাদিসহ ছবি ও তথ্য সরাসরি স্মার্ট ডাটাবেজে আপলোড করার ব্যবস্থা করা হয়েছে। প্রত্যেকটি টহল দল সুন্দরবনের অভ্যন্তরে মূল বোটে (লঞ্চে) অবস্থান করে একটানা ১০ দিনের একটি  করে টহল সেশন পরিচালনা করে আসছে।
  • সুন্দরবনে বাঘের সংখ্যা এবং অবস্থান নির্ণয়ের জন্য ক্যামেরা ট্র্যাপিং কার্যক্রম ফেব্রুয়ারি ২০১৮ হতে শুরু হয়েছে। সমগ্র সুন্দরবনে খাল সার্ভের মাধ্যমে বন্যপ্রাণীর প্রাচুর্যতা নির্ণয়ের জন্য তথ্য সংগ্রহ করা হয়েছে।
  • সুন্দরবনের অভ্যন্তরে ইউএনডিপি (UNDP)-এর সহায়তায় ডলফিন সংরক্ষণের কাজ শুরু হয়েছে। ডলফিনের নতুন অভয়ারণ্য সৃষ্টির লক্ষ্যে সার্ভে কাজ চালু হয়েছে।
  • সুন্দরবনের বৃক্ষাচ্ছাদন নির্ণয়ের জন্য জরিপ কার্যক্রম (Forest Inventory) শুরু হয়েছে এবং মাঠপর্যায়ের তথ্য সংগ্রহ সম্পন্ন হয়েছে।
  • বিশ্বব্যাংকের একটি প্রকল্পের সহায়তায় সাম্প্রতিক সময়ে সুন্দরবনে কুমির জরিপের কাজ সম্পন্ন হয়েছে।
  • সুন্দরবনে সাম্প্রতিক সময়ে প্রজাপতি জরিপ সম্পন্ন হয়েছে।